Logo
Logo
×

বিনোদন

লয় রেকর্ডসের উদ্বোধনীতে যমুনা ফিউচার পার্কে কনসার্ট 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১০:১৯ পিএম

লয় রেকর্ডসের উদ্বোধনীতে যমুনা ফিউচার পার্কে কনসার্ট 

লয় রেকর্ডসের আত্মপ্রকাশ উপলক্ষে 'রেডিও রায়ট' শিরোনামে জমজমাট এক কনসার্টের আয়োজন হয়ে গেল। শুক্রবার বিকালে যমুনা ফিউচার পার্কের ইভেন্ট স্টেশনে এ কনসার্টের আয়োজন করে লয় রেকর্ডস। কনসার্টে দেশের খ্যাতনামা ব্যান্ড ওয়ারফেজ ছাড়াও অংশ নেয় পেন্টাগনসহ বেশ কয়েকটি আন্ডারগ্রাউন্ডের জনপ্রিয় ও উঠতি ব্যান্ড। 

বেলা সাড়ে ৩টা থেকে গান পরিবেশন করে এটিএ, সাফওয়ান বারি, ফলস ক্যাসেট, বারিয়েল ডাস্ট, নিউ ওয়েভ, ট্রেইনরেক। পরিবেশনার তালিকায় আরও ছিল শাহারুখ, মার্শান লাভ, ডারট গ্যাং অ্যান্ড জুনায়েদ, আরেকটা রক ব্যান্ড, শার্পনেল মেথড। সবশেষে গান নিয়ে মঞ্চে ওঠে ওয়ারফেজ।

মূলত রেকর্ড লেবেল ও শিল্পী ব্যবস্থাপনা সংস্থা লয় রেকর্ডসের আত্মপ্রকাশ উপলক্ষে এ কনসার্টটির আয়োজন করা হয়। জানানো হয়, বাংলাদেশের শিল্পীদের একটি ডিজিটালাইজড ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে এক ছাদের নিচে আনার লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী আয়োজনে লয় রেকর্ডসকে শুভেচ্ছা জানাতে কনসার্টে অতিথি ছিলেন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি ও মাইলস ব্যান্ডের গায়ক ও গিটারিস্ট হামিন আহমেদ, যমুনা গ্রুপের পরিচালক ড. আলমগীর আলম, বামবার ট্রেজারার ও পেন্টাগন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সুমন।

লয় রেকর্ডসের উদ্যোক্তা ও প্রধান শেখ মনিরুল আলম টিপু বলেন, লয় রেকর্ডস সংগীতের নানা জায়গায় কাজ করবে বিশেষ করে নতুনদের জন্য। মূলত সংট্রেডার এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে গান ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছে লয় রেকর্ডস। পাশাপাশি থাকবে শিল্পী ব্যবস্থাপনা। এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট; যার মাধ্যমে বাংলাদেশের আগামীর সংগীতের প্রচার ও প্রসারে ভূমিকা রাখা হবে।

অনেক বছর আগে একতার মিউজিক নামে একটি রেকর্ড লেবেলের অন্যতম উদ্যোক্ত ছিলেন টিপু। সেই অনুপ্রেরণা থেকেই তিনি বিভিন্ন ঘরানার উদীয়মান শিল্পী, যেমন- রক, মেটাল, পপ, হিপ-হপ, ইন্ডি, ল্যাটিন, ফোক, ফিউশনসহ যেকোনে ধারার ভালো মিউজিকের প্রকাশ ও প্রসারের জন্য নতুন এ রেকর্ড লেবেল চালু করলেন।

ওয়ারফেজ এদিন তাদের পরিবেশনায় ‘অসামাজিক’, ‘পূর্ণতা’, ‘মহারাজ’ ‘বসে আছি’ গানগুলো পরিবেশন করে।

লয় রেকর্ডসের সঙ্গে এ যাত্রায় আরও কাজ করছে এসএমএস ভিজ্যুয়াল প্রোডাকশন। এ আয়োজনে ভেন্যু পার্টনার ছিল যমুনা ফিউচার পার্ক, টিকিট পার্টনার ছিল টু-গো।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম